
ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিবাদ উয়েফার ব্যানারে
গণমঞ্চ নিউজ ডেস্ক – ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে উয়েফার দুই শীর্ষ প্রতিযোগিতার শিরোপাধারীদের ম্যাচে মাঠে ফুটবলারদের সঙ্গে প্রবেশ করা শিশুদের (ম্যাসকট) মাধ্যমে উঠে এল মানবিক বার্তা। তারা হাতে ধরে রাখে একটি ব্যানার, যেখানে লেখা ছিল— ‘শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো।’ এই বার্তার ছবি পরে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করে…