
নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরায়েল’-এর দৃষ্টিভঙ্গির সাথে সখ্যতা ঘোষণা করে ক্ষোভ উস্কে দিয়েছেন
গণমঞ্চ নিউজ ডেস্ক – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু “গ্রেটার ইসরায়েল”–এর দৃষ্টিভঙ্গির সঙ্গে গভীর সংযোগের কথা বলায় আঞ্চলিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সম্প্রচারিত ইসরায়েলি গণমাধ্যম i24News-এর এক সাক্ষাৎকারে উপস্থাপক শ্যারন গাল তাঁকে প্রশ্ন করেন, তিনি কি “গ্রেটার ইসরায়েল”–এর দৃষ্টিভঙ্গির সঙ্গে “সংযোগ অনুভব” করেন? জবাবে নেতানিয়াহু বলেন, “খুবই করি।” “গ্রেটার ইসরায়েল” বলতে জায়নবাদী উগ্রপন্থীদের…