
আগস্ট ১২-১৩ তারিখে বাংলাদেশ থেকে কীভাবে দেখা যাবে উল্কাবৃষ্টি
প্রতি আগস্টে রাতের আকাশ আমাদের বিনম্র করে তোলে। ফিরে আসে পার্সিয়েড উল্কাবৃষ্টি, যা মনে করিয়ে দেয়—আমাদের দৈনন্দিন জীবনের কোলাহলের ওপরে মহাকাশে ধুলো আর আলোর এক চমৎকার নাট্যমঞ্চ বসে আছে। এ বছর ১২ ও ১৩ আগস্ট রাতের আকাশে বাংলাদেশও দেখতে পাবে এই মহাজাগতিক প্রদর্শনী—যদি আপনি জানেন কোথায় এবং কীভাবে দেখতে হবে। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে,…