রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম জং–উন

গণমঞ্চ নিউজ ডেস্ক – রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের ‘বীরত্বের’ জন্য সম্মান জানিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। গতকাল শুক্রবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদেশের মাটিতে সেনাদের কৃতিত্বপূর্ণ অভিযানের জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তিনি এ শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম জং–উন বলেন, ‘বিদেশের মাটিতে লড়াই নিঃসন্দেহে সেনাদের (উত্তর কোরীয়) বীরত্বের প্রমাণ…

Read More