
আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
গণমঞ্চ নিউজ ডেস্ক – যদি প্রশ্ন করা হয়, জনপ্রিয় চরিত্র জেসন বোর্নের কাহিনী ঠিক কোথায় শেষ হলো, তার উত্তর একেকজনের কাছে একেকরকম। সিরিজের ‘আসল ভক্তদের’ মতে, ২০০৭ সালের দ্য বোর্ন আলটিমেটাম-এ বোর্নের গল্প চমৎকারভাবে শেষ হয়েছে। আবার, সাধারণ দর্শকের চোখে এটি শেষ হয় ২০১৬ সালের জেসন বোর্ন-এ, যা তাদের কাছে খানিকটা অসঙ্গতও মনে হয়েছে। আর যারা ২০১৯…