
ইসরাইলি হামলায় গাজার ৩৮টি হাসপাতাল ধ্বংস
ইসরাইলের বর্বর হামলার শিকার হলো গাজার আরো একটি হাসপাতাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা সিটির আল-হেলু হাসপাতালে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী। খবর বার্তা সংস্থা আনোদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা আনাদোলুকে বলেন, হামলার কারণে হাসপাতালে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে রোগীদের সেবাদান।…