নিকলী হাওরে পর্যটকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কিশোরগঞ্জের নিকলী হাওরে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে আজ (৯ আগস্ট)। মৃতের নাম বনন্তা ইসলাম (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার থান্থানিয়া শহীদনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে ছাতিরচর কার্চাবান এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করার সময় বনন্তা পানিতে ডুবে…

Read More