
মুমিনের গুণাবলী: কোরআন ও হাদিসের আলোকে সফলতার পথ
মাওলানা শামীম হুসাইন কেরানীগঞ্জ থেকে ইসলামের মূল ভিত্তি হলো ঈমান বা বিশ্বাস। এই বিশ্বাস কেবল মুখের স্বীকৃতি নয়, বরং তা অন্তরের গভীরে প্রোথিত এক দৃঢ় অঙ্গীকার, যা মুমিনের প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। মুমিন হলো সেই ব্যক্তি, যে আল্লাহ, তাঁর রাসূল, ফেরেশতা, আসমানী কিতাব, কিয়ামত দিবস এবং তাকদীরের ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। তবে এই বিশ্বাসকে…