
জুলাই শহীদ রবিন হোসেন মিঠুকে যুবদলের কর্মী হিসেবে উপস্থাপনের অভিযোগ
গনমঞ্চ ডেক অভিযোগ ২৪এর জুলাই অভ্যুত্থানে শহীদ রবিন হোসেন মিঠুর বোনকে যাত্রাবাড়ী থেকে বিএনপির যুবদলের নেতাকর্মীরা এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, তার ভাইকে যুবদলের কর্মী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে তার দাবি, মিঠু কখনওই যুবদল বা বিএনপির কর্মী ছিলেন না। শহীদ রবিন মিয়া মিঠু ছিলেন একজন জুতার দোকান মালিক এবং…