
তুরস্কের পশ্চিমে ভূমিকম্পে নিহত ১, আহত ডজনখানেক
গণমঞ্চ ডেস্ক- তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, রবিবার পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত একজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। দেশটির পশ্চিমের কয়েকটি শহর, যেমন ইস্তাম্বুল এবং পর্যটন নগরী ইজমিরেও কম্পন অনুভূত হয়েছে। সিনদিরগি, যা ভূমিকম্পের উপকেন্দ্র, সেখানে সাংবাদিকদের তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, “৮১ বছর বয়সী একজনকে…