চুনারুঘাটে জমি বিরোধে ভাগিনার হাতে মামা খুন, আহত ৫

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি ‎ ‎হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। ঘটনায় ছেরাগ আলীর সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।‎‎পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছেরাগ আলী জমিতে হাল চাষ করতে গেলে তার বোন নুর নাহার স্বামী…

Read More