
“শরিয়া আইন নিয়ে সরাসরি প্রশ্ন, একুশের রাতে চরমোনাই পীরের চমকপ্রদ জবাব!”
গণমঞ্চ নিউজ ডেস্ক একুশে টিভিতে পীর সাহেব চরমোনাই (হাফি) এর ৩৭ মিনিটের একটি সাক্ষাতকার দেখলাম৷ যিনি সাক্ষাতকার নিয়েছেন তিনি একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান জাকীর ভাই৷ পীর সাহেবকে বেশ ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করা হয়েছে৷ এমন হুবহু প্রশ্নের উত্তর দিতে গিয়ে বহু পরিচিতমুখ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরতগণ বিব্রত হয়েছেন ৷ সুন্দরভাবে সামলে নিতে অনেকটা ব্যর্থ হয়েছেন…