
মার্কিন নৌবাহিনীর হামলায় নিহত ১৭; জবাবে নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভেনেজুয়েলা
গণমঞ্চ নিউজ ডেস্ক – যখন এডিথ পেরালেস তরুণ ছিলেন, সেসময়ই তিনি জাতীয় বলিভারিয়ান মিলিশিয়ায় যোগ দেন। এই বাহিনীটি ২০০৯ সালে প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ গঠন করেন। এটি একটি বেসামরিক বাহিনী, যার উদ্দেশ্য ভেনেজুয়েলাকে রক্ষা করা। বিবিসির প্রতিবেদনে চাভেজের সেসময়ের বক্তব্য উঠে এসেছে। সেই সময় চাভেজ বলেছিলেন, ‘আমাদের এমন একটি দেশ হতে হবে, যেখানে আমরা আমাদের…