
ইউক্রেনের গুরুত্বপূর্ণ নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে রুশ বাহিনী
গণমঞ্চ নিউজ ডেস্ক – রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেত্রভস্কে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান গড়ার চেষ্টা করছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে নিপ্রো অপারেশনাল-স্ট্র্যাটেজিক গ্রুপের কর্মকর্তা ভিক্টর ত্রেহুবভ বলেন, ‘নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে এত বড় আকারে হামলার ঘটনা এটাই প্রথম।’ বেশ কিছুদিন ধরেই রাশিয়া দাবি করে আসছিল যে তারা ওই এলাকায় ঢুকেছে। দোনেৎস্ক অঞ্চল…