
সুখ উন্নয়নের একমাত্র মানদণ্ড নয়: অমর্ত্য সেন
গণমঞ্চ নিউজ ডেস্ক – আয় ও জিডিপি—দেশের উন্নতির পরিমাপে এ দুটি সূচকের ওপর নির্ভর করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদ ও গবেষকেরা বলেছেন, উন্নয়ন কেবল আয়ের অঙ্কে মাপলে সমাজের প্রকৃত কল্যাণ ধরা পড়ে না। মানুষের কল্যাণ বহমুখী। আলোচনায় উঠে এল নোবেলজয়ী অমর্ত্য সেনের ‘সক্ষমতা পদ্ধতি’ ও ভুটানের ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ)’—এ দুটি বিকল্প কাঠামো।…