
“স্বপ্নের হার্ভার্ডে আমাদের রায়হান মিয়া: এক অনন্য যাত্রার শুভেচ্ছা”
গনমঞ্চ নিউজ ডেস্ক জীবনের প্রতিটি ধাপে স্বপ্নকে আঁকড়ে ধরা আর সংগ্রামের মাধ্যমে তা বাস্তবায়নের এক অনন্য উদাহরণ রায়হান মিয়া। নরসিংদীর মেঘনাপারের প্রত্যন্ত গ্রাম থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো তাঁর অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞারই ফসল। সরকারি চাকরি, সংসার ও সামাজিক দায়িত্বের মাঝেও শিক্ষার আলো কখনো নিভতে দেননি তিনি। আজ তিনি যখন হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক…