ইসরায়েলের হামলায় আনাস আল-শরীফসহ আল জাজিরার পাঁচ কর্মী নিহত

গণমঞ্চ ডেস্ক- ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় রবিবার এক বিমান হামলায় আল জাজিরার এক সাংবাদিককে হত্যা করেছে, যাকে তারা হামাসের সেল নেতা হিসেবে অভিযুক্ত করেছে। তবে অধিকারকর্মীরা বলছেন, গাজা যুদ্ধ নিয়ে ফ্রন্টলাইনে তার সাহসী সংবাদ কাভারেজের কারণেই তাকে টার্গেট করা হয়েছে, এবং ইসরায়েলের দাবি প্রমাণহীন। ২৮ বছর বয়সী আনাস আল-শরীফ পূর্ব গাজা সিটির শিফা হাসপাতালের…

Read More