
ঘুমের মধ্যে ‘বোবা জ্বিনে’ কাদের ধরে?
গণমঞ্চ ডেস্ক নিউজ ঘুমানোর সময় হঠাৎ নড়াচড়া বা কথা বলতে না পারলে ‘বোবা জ্বিনে’ ধরেছে বলে মনে করেন অনেকে। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে অন্য কথা। বোবা জ্বিনে ধরার কারণে নয়, স্লিপ প্যারালাইসিসের কারণে ঘটে থাকে ভীতিকর এ ঘটনা। যদিও শারীরিকভাবে এটি ক্ষতিকর নয়। সাধারণত ১ থেকে ২ মিনিট স্থায়ী হয় স্লিপ প্যারালাইসিস। এ সময় নড়াচড়া…