
বাবার সাথে দেখা করতে এসে অঘটনের স্বীকার শিল্পপতি রাগীব আলীর মেয়ে
আকস্মিক লন্ডন থেকে উড়ে সিলেটের শিল্পপতি রাগীব আলীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার মেয়ে রোজিনা কাদির। এর এক বছর আগে পিতৃসম্পত্তি হাতিয়ে নেওয়ার আশঙ্কায় থানায় জিডি করেছিলেন রোজিনা। সরাসরি মালনীছড়া চা বাগানের বাংলোয় দেখা করতে গেলে একদল যুবক যায় রোজিনার সঙ্গে। ওদের সঙ্গে বাগবিতণ্ডা হয় বাগানের নিরাপত্তা প্রহরীদের। একপর্যায়ে পুলিশ গিয়ে ৫ যুবককে আটক করে…