
চিলমারীতে “মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকান্ডের এজাহারভুক্ত খুনিদের” অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও নেই তদন্তের কোন অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে, সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হয়েছিল কিন্তু আর বাড়িতে ফেরা হয়নি তার। চিলমারীতে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন নিহতের অসহায়…