
শরীর স্পর্শ করার প্রয়োজন হলে অনুমতি নিতেন শাহরুখ: শিবা
শুটিংয়ে কারও শরীর স্পর্শের প্রয়োজন হলে শাহরুখ খান আগে অনুমতি নিতেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী শিবা চাড্ডা। সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে অতিথি হয়ে বলিউড বাদশাহর সঙ্গে কাজের স্মৃতি শেয়ার করেছেন নব্বই দশকের শেষ দিকে ‘দিল সে’ সিনেমায় অভিষেক হওয়া এই অভিনেত্রী। শিবা জানান, ‘দিল সে’ ছবিতে তার চরিত্র ছিল খুবই ছোট। ডালহৌসিতে শুটিংয়ের সময় মণীষা…