
দালালের খপ্পরে পড়ে চীনা স্বামী হারালেন বাংলাদেশী তরুণী কাজল
চীনা যুবক হান কিংগু (৩২)। এপ্রিল মাসে বাংলাদেশে আসেন দালাল জোহন হালদারের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য বাংলাদেশি কোনো তরুণীকে বিয়ে করা। সে মোতাবেক মংলার এক তরুণীকে বিয়েও করেন বাংলাদেশি ওই দালালের মাধ্যমে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে স্বদেশে ফেরার উদ্যোগ নেন কিংগু। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো। দালালের পরিকল্পনা মতো জীবন দিতে হয়েছে তাকে।…