
এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?
গণমঞ্চ ডেস্ক নিউজ সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানি উবার ঘোষণা করেছে, তারা আগামী বছরের মধ্যে যাত্রীদের সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করার সুযোগ দেবে। কোম্পানি জানিয়েছে, এই নতুন উদ্যোগের জন্য তারা যৌথভাবে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। একবার পরিসেবা একীভূত…