
যুক্তরাষ্ট্রের আছে উড়ন্ত এফ-৩৫, ভারত বানিয়েছে ভাসমান এফ-৩৫: রাজনাথ সিং
গণমঞ্চ আন্তর্জাতিক ডেস্ক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (বামে) এবং স্টিলথ ফ্রিগেট আইএনএস হিমগিরি (ডানে)। ছবি: সংগৃহীত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির বিশাখাপত্তনমে পূর্ব নৌ কমান্ডে দুটি উন্নত স্টিলথ ফ্রিগেট আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ফ্রিগেটগুলোর সক্ষমতা পরিদর্শন করে তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে রাজনাথ…