
সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!
গণমঞ্চ আন্তর্জাতিক ডেস্ক তেলে ভাজা মুচমুচে সমুচা পছন্দ করেন না, এ অঞ্চলে এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। কিন্তু এই সুস্বাদু খাবারের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া এবং সেখান থেকে মারামারি হবে- তা বিশ্বাস করাও কঠিন। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায়, স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় এক দম্পতির মধ্যে শুরু হওয়া ঝগড়া হিংসাত্মক রূপ নেয়…