
৯/১১ হামলার কথা আগেই জানতেন ইসরাইলি গোয়েন্দারা: কার্লসন
গণমঞ্চ নিউজ ডেস্ক – যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন, ইসরাইলি গোয়েন্দারা ৯/১১ হামলা সম্পর্কে আগে থেকেই জানতেন। মঙ্গলবার পিয়ার্স মরগানের অনুষ্ঠান ‘আনসেন্সরড নিউজে’ অংশ নিয়ে এমন মন্তব্য করেন কার্লসন। তার আসন্ন তথ্যচিত্রে এই বিষয়টিসহ আরো কিছু অপ্রকাশিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ইসরাইলি নেতৃত্ব কখনই হামলার প্রতি তাদের মনোভাব গোপন…