
ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
গণমঞ্চ নিউজ ডেস্ক – ফ্রান্সের থিয়াত্র দ্যু শাতলেতে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। সোমবার (২২ সেপ্টেম্বর) রোনালদিনহোর হাত থেকে দেম্বেলে পুরস্কার গ্রহণ করেন। তিনি গত মৌসুমে পিএসজি-কে প্রথম ফরাসি দল হিসেবে মহাদেশীয় ট্রেবল জিততে সাহায্য করেছিলেন। পুরুষদের…