
যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু
আন্তর্জাতিক ডেস্ক – নিউজিল্যান্ডে একটি যাত্রীবাহী বাস নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে। বাসের চালক হঠাৎ খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে। তাতে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি লাগেজটি খুলে দেখেন এর ভেতর দুই বছর বয়সী এক শিশু।সঙ্গে সঙ্গে পুলিশকে কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয়। পরে পুলিশ ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারী…