
‘কালোজাদু’ করায় চট্টগ্রামে তান্ত্রিককে গলা কেটে হত্যা!
গণমঞ্চ ডেস্ক চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৪৮) এক তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ আবু মুছা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুছা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং পুলিশকে জানিয়েছেন, ‘কালোজাদু’র মাধ্যমে পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি এবং ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকেই ওই তান্ত্রিককে হত্যা করেছেন তিনি। সোমবার (১১ আগস্ট)…