
আন্তর্জাতিক চিঠি দিবস ও হারিয়ে যাওয়া চিঠি লেখার শিল্প
প্রস্তুত করেছেন: আশরাফুল আলম চিঠি লেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া আজকাল কঠিন। কেউ লিখেছেন পরীক্ষার খাতায়, কেউ লিখেছেন প্রিয়জনকে। বর্তমান সময়ে ইংরেজি কথাকার সমারসেট মম বলেছেন, “চিঠি লেখা সত্যিই এক হারিয়ে যাওয়া শিল্প।” শেষ কবে চিঠি লিখেছেন বা পেয়েছেন—এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবেন না। প্রযুক্তির কল্যাণে চিঠি লেখার প্রথা আজ প্রায় বিলুপ্ত। ঘোড়ার ডাক…