৭টি যুদ্ধ বন্ধের জন্য নোবেল পুরস্কার আমার প্রাপ্য: ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে গাজা যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ নানা বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি তার পররাষ্ট্রনীতির প্রশংসা করেন।

আল জাজিরার প্রতিবেদেনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প বলেছেন, সাতটি আলাদা যুদ্ধ বন্ধ করেছেন তিনি; এই সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।

তিনি বলেন, ‘সবাই বলে যে এই অর্জনের জন্য আমার নোবেল শান্তি পুরষ্কার পাওয়া উচিত।’

তবে তিনি পুরষ্কারের বিষয়ে ভাবেন না, কেবল মানুষের জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করেন বলে জানান ট্রাম্প।

জাতিসংঘের সমালোচনা করে ট্রাম্প বলেন, বিশ্ব সংস্থাটি তার সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারছে না। তিনি বলেন, ‘তিসংঘের পরিবর্তে আমাকে যুদ্ধ শেষ করতে হয়েছিল।’

ট্রাম্প দাবি করেছেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পূর্ণাঙ্গ আক্রমণ হতো না।’ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে বলেন, ‘অব্যাহত যুদ্ধ রাশিয়ার ভাবমূর্তীর জন্য ভালো হচ্ছে না।’

এসময় নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় তিনি ইউরোপের সমালোচনা করেন। রাশিয়ার যুদ্ধের প্রাথমিক অর্থায়নকারী হিসেবে চীন ও ভারতকে এককভাবে দায়ী করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবাই ভেবেছিল রাশিয়া তিন দিনের মধ্যে জিতবে, কিন্তু তা হয়নি।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *