৫ দিনের রিমান্ডে কামরুল, সোলায়মানকে গ্রেপ্তার দেখানো হলো

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড এবং ২২ সেপ্টেম্বর সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। গ্রেপ্তার দেখানোর বিরোধীতা করেন মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

এরপর কামরুল ইসলামের ১০ দিনের রিমান্ডের পক্ষর শুনানি করেন শামছুদ্দোহা সুমন। কামরুল ইসলামের রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন আফতাব মাহমুদ চৌধুরী। শুনানি নিয়ে তার পাঁচ দিনের রিমান্ড আদেশ দেয় বিচারক।

মামলায় অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *