৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দেওয়া কে এই নারী

গণমঞ্চ ডেস্ক নিউজ

ভারতের রাজস্থানের উদয়পুরে ১৭তম সন্তানের জন্ম দিয়েছেন ৫৫ বছর বয়সী এক নারী। সম্প্রতি ঘটনাটি জানাজানি হতেই অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই নারীর নাম রেখা ও তার স্বামীর নাম স্বামী কাভ্র কালবেলিয়া। তাদের পরিবারের পেশা কাগজ কুড়ানো।

১৭তম সন্তানের বাবা হওয়ার পর কালবেলিয়া হতাশা প্রকাশ করে বলেন, আমাদের নিজস্ব ঘরবাড়ি নেই। সন্তানদের খাওয়ানোর জন্য মহাজনের কাছ থেকে বিশ শতাংশ সুদে ঋণ নিয়েছিলাম। অনেক টাকা পরিশোধ করার পরও দেনা শোধ হয়নি। এখন ময়লা কুড়িয়ে সংসার চালাই। খাওয়া, পড়াশোনা বা বিয়ের খরচ জোগাড় করার উপায় নেই।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়ি বরাদ্দ হয়েছিল, কিন্তু জমি তাদের নামে না থাকায় শেষ পর্যন্ত সেই বাড়ি পাওয়া যায়নি।

এর আগে রেখার চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বাকি সন্তানদের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গেছে। তাদের কেউ কেউ আবার সন্তান জন্ম দিয়েছেন। এর মধ্যেই রেখা ১৭তম সন্তানের জন্ম দিলেন।

রেখার সন্তান প্রসব করান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রোশন দারাঙ্গি। তিনি বলেন, শুরুতে পরিবার জানিয়েছিল তার চার সন্তান আছে। পরে জানা যায়, এটি তার ১৭তম সন্তান। এ খবরে চিকিৎসক ও কর্মীরাও বিস্মিত।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গালবেলিয়া পরিবারের অবস্থার খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

সূত্র : সংবাদ প্রতিদিন

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *