গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাইকোর্টের আদেশে ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার রিটের শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন স্থগিতের কারণ হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা একটি রিট। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম এই রিট দায়ের করেছিলেন।
রিটে অভিযোগ করা হয়েছে, এস এম ফরহাদ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তিনি জিএস প্রার্থী হিসেবে অযোগ্য। আদালতে রিটকারীর আইনজীবী এই বিষয়টি তুলে ধরেছেন।
তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ পৃথকভাবে প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে অংশগ্রহণ করছে। মোট ১০টির মতো পূর্ণ ও আংশিক প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করবে।