৩০ আসন পেতে দরকষাকষির সংবাদ নিয়ে এনসিপির বিবৃতি

গণমঞ্চ ডেস্ক নিউজ

‘জাতীয় নির্বাচনে ৩০ আসন পেতে এনসিপির দরকষাকষি’ একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০টি আসন নিয়ে দর-কষাকষি করছে। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়তার সাথে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।

‘বাস্তবতা হলো, এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি বা দরকষাকষি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো- গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন নিশ্চিত করেই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, গণপরিষদ ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ভাগ-বাটোয়ারার নির্বাচনি সমঝোতা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার সামিল এবং আওয়ামী ফ্যাসিবাদী শাসনেরই ধারাবাহিকতা। এনসিপি সে পথে কখনো হাঁটবে না। আমরা জনগণকে এই ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্পর্কে সচেতন থাকার ও বিভ্রান্ত না হবার আহ্বান জানাই।

একইসঙ্গে সব গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে গণতন্ত্র, দেশ ও জাতি গঠনে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে এনসিপি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *