২৬ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৬ জন ডেঙ্গু রোগী।

রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬,৩৭৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৫ জন।

এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬,৩৭৮ জন। যার মধ্যে ১৫,৫৬৯ জন পুরুষ ও ১০,৮০৯ জন নারী।

অন্যদিকে, করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭২৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ২৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশের মোট করোনায় মৃতের সংখ্যা ২৯,৫৩০ জনে পৌঁছেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *