২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫

গত ২৪ ঘণ্টায় (৯ আগস্ট সকাল পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এ সময় বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬২ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ছয়জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৩,৭৩৫ জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৩০৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

ডিজিএইচএস জানায়, গত বছর দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু রোগী এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *