গণমঞ্চ নিউজ ডেস্ক –
খুলনায় কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময় এ লুটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যাংক এবং আশপাশের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে লুটেরাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে পাহারাদার ছিল না। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কৃষি ব্যাংক রূপসা শাখার ম্যানেজার কামরুল ইসলাম জানিয়েছেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘‘বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।”