গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নাসা গ্রুপের শ্রমিকরা।
সকাল সাড়ে ৭টার দিকে কারখানাটির শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করে। এদিকে শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তা শঙ্কায় ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য তাদের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া।
সকাল ১০ টা ৪০ মিনিটে মুঠোফোনে পুলিশের এই কর্মকর্তা টিবিএসকে বলেন, ১৫ টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শ্রমিকদের সড়িয়ে দেওয়া হয়েছে, সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে পুলিশের একটি সূত্র জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করার পর তাদের একটি অংশ আশেপাশের কলকারখানার শ্রমিকদেরও কারখানা থেকে বের করে আনার চেষ্টা করে।
এসময় নিরাপত্তা শঙ্কায় অন্তত ১৩-১৪ টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
জানা যায়, বকেয়া বেতন সংক্রান্ত ইস্যুতে গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত নাসা গ্রুপ কর্তৃপক্ষ তাদের কারখানা ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে।
৪ দিনের বন্ধ শেষে আজ সকাল থেকে কারখানাটিতে আবারও কার্যক্রম শুরু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানাটিতে গিয়ে নতুন করে আবারও বন্ধের নোটিশ দেখতে পায়। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে শ্রমিকরা।