হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছানোর পর তার খোঁজখবর নিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি উপহারও পাঠিয়েছেন বলে জানিয়েছেন হাসনাত।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিজয়নগরের ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘উঠানে নতুন সংবিধান’’ শীর্ষক বৈঠকে স্থানীয় জনতার সামনে এ তথ্য তুলে ধরেন তিনি।

হাসনাত বলেন, “রুমিন ফারহানার সঙ্গে আমাদের মধ্যে একটি মনোমালিন্য হয়েছিল। তবে আমরা এখানে আসার পর তিনি তার প্রতিনিধিকে পাঠিয়েছেন আমাদের খোঁজখবর নিতে। এমনকি আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। আমি মনে করি, এটি একটি ইতিবাচক বার্তা এবং সেটি আমাদের গ্রহণ করা উচিত।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে মতের ভিন্নতা থাকবেই। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, কিন্তু সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আমাদের বিরুদ্ধে সমালোচনা করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব। আবার কেউ ইতিবাচক বার্তা দিলে সেটিকেও স্বাগত জানানো উচিত।”

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনে (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত শুনানিতে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ ও রুমিন ফারহানার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট হাসনাত রুমিন ফারহানাকে ‘‘বিএনপির আওয়ামীবিষয়ক সম্পাদক’’ বলে মন্তব্য করেন।

পরে ২৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। সেখানে তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন এবং তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *