গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বেলি বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ফয়সাল (১৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বেগুনবাড়ি বউবাজার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তায় বোতলের পানি বিক্রি করছিলেন বেলি বেগম। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা খায় এবং চালক ফয়সাল আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নেন। রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলি বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত ফয়সালের বন্ধু নিয়াজ আহমেদ জানান, ফয়সাল এক বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে মাসুম নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বের হয়েছিলেন। বেগুনবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বেলি বেগম। মোটরসাইকেল ব্রেক করার সময় ধাক্কা লেগে তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন। এ সময় ফয়সালও পড়ে গিয়ে আহত হন, তবে মাসুম পেছনে থাকায় তেমন আঘাত পাননি।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন সরকার বলেন, “রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত বেলি বেগম নাটোরের বড়াইগ্রাম উপজেলার তারা মিয়ার মেয়ে। জীবিকার জন্য তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন এবং পাশাপাশি পানি বিক্রি করতেন। বর্তমানে তিনি বেগুনবাড়ি পোড়াবাড়ি এলাকায় বসবাস করছিলেন।