‎হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নবীগঞ্জের রুহুল আমীন

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ থেকে

‎জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।

‎রবিবার (৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আত্মহত্যা প্রতিরোধ ও দাঙ্গা প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালা শেষে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ইউএনও রুহুল আমীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

‎জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মশালায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎নবীগঞ্জ উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করে প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও রুহুল আমীন। তার নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

‎সম্মাননা প্রাপ্তির পর ইউএনও রুহুল আমীন বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করা সরকারের একটি অঙ্গীকার। নবীগঞ্জে এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। এই অর্জন নবীগঞ্জ উপজেলার মানুষের সম্মিলিত সাফল্য।”

‎তিনি আরও বলেন, “সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু নাগরিক অধিকারের সুরক্ষা নয়, বরং জাতীয় উন্নয়নের জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি।”

‎কর্মশালায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন জোরদার এবং দাঙ্গা প্রতিরোধে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের মতে, নবীগঞ্জের এই সাফল্য জেলার অন্যান্য উপজেলাকেও অনুপ্রাণিত করবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *