স্বপন রবি দাশ,হবিগঞ্জ থেকে
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।
রবিবার (৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আত্মহত্যা প্রতিরোধ ও দাঙ্গা প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালা শেষে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ইউএনও রুহুল আমীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মশালায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করে প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও রুহুল আমীন। তার নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
সম্মাননা প্রাপ্তির পর ইউএনও রুহুল আমীন বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করা সরকারের একটি অঙ্গীকার। নবীগঞ্জে এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। এই অর্জন নবীগঞ্জ উপজেলার মানুষের সম্মিলিত সাফল্য।”
তিনি আরও বলেন, “সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু নাগরিক অধিকারের সুরক্ষা নয়, বরং জাতীয় উন্নয়নের জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি।”
কর্মশালায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন জোরদার এবং দাঙ্গা প্রতিরোধে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের মতে, নবীগঞ্জের এই সাফল্য জেলার অন্যান্য উপজেলাকেও অনুপ্রাণিত করবে।