স্বাস্থ্য খাতে ‘অনিয়মের’ প্রতিবাদে ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, টানা চতুর্থ দিনের মতো যান চলাচল বন্ধ

গণমঞ্চ ডেস্ক-

স্বাস্থ্য খাতে সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। এর ফলে টানা চতুর্থ দিনের মতো রবিবার (আজ) মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ সরিয়ে দিতে এগিয়ে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়, যার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি সমাধানে আলোচনা চলছে।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা গত ১৫ দিন ধরে দেশের স্বাস্থ্য খাতের ‘অনিয়ম’ ও ‘দুর্নীতি’র বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *