গণমঞ্চ নিউজ ডেস্ক –
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহীম মিয়ার আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
এদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক।
এ সময় আসামি-পক্ষের আইনজীবী মো.শফিকুল ইসলাম রিমান্ড বাতিল-পূর্বক জামিনের আবেদন জানিয়ে বলেন, একটি কুচক্রি মহল মিঠুকে ধ্বংস করতে এ মামলায় তাকে জড়িয়েছেন। মামলাটি সংবিধান বিরোধী। মামলা হওয়ার পর চূড়ান্ত প্রতিবেন দাখিল করে দুদক। তিনি এ মামলা জানা সত্ত্বেও আইনি মোকাবেলা করতে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। এ মামলাটি দুরভিসন্ধি মূলক।
অপরদিকে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রমি দাবি করেন, স্বাস্থ্য খাতে মালামাল সরবরাহের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর তথ্য উৎঘাটন করতেই আসামি মিঠুকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেয়া প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৫ কোটি ৮০ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মিঠু। এজন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
এর আগে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকা থেকে আলোচিত ঠিকাদার মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।