স্কুলব্যাগের ভেতরে পাওয়া গেলো তিনটি বন্দুক

গণমঞ্চ ডেস্ক

তরুণের কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে কম্বল মোড়ানো অবস্থায় তিনটি দেশে তৈরি বন্দুক পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটংয়ের একটি তল্লাশিচৌকিতে অস্ত্র উদ্ধারের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকার রবিউল হাসান (১৮) ও একই জেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হৃদয় হোসেনকে (২২)।

পুলিশ জানিয়েছে, রবিউল হাসান চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে চট্টগ্রামগামী সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠেন। পেকুয়া থানার পুলিশ টৈটং এলাকায় তল্লাশিচৌকি বসালে রবিউল হাসানের কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করা হয়। এসময় স্কুলব্যাগে কম্বলে মোড়ানো দেশে তৈরি তিনটি বন্দুক উদ্ধার হয় ও রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হৃদয় হোসেনকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ও হৃদয় জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলো মহেশখালী এলাকা থেকে কিনে এক ব্যক্তির কাছে বিক্রির জন্য লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *