সৌদি আরব প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষা দ্বারা সুরক্ষিত থাকবে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

পাকিস্তান এখন তার পারমাণবিক সুরক্ষা সম্প্রসারণ সৌদি আরবের ওপরও বিস্তৃত করছে। সম্প্রতি দুই মিত্র দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই এই তথ্য সামনে এসেছে।

সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরব প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষা দ্বারা সুরক্ষিত থাকবে। সূত্রটি আরও জানায়, এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে কাজ চলছিল এবং এখন তা বাস্তবায়নের পথে।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটেরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি বিশ্লেষক আলী শিহাবি বলেন,‘হ্যাঁ, এটা ঠিক — চুক্তির অর্থই হচ্ছে পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা এখন সৌদি আরবের জন্যও প্রযোজ্য।’

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, কারণ অতীতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন ও সমর্থন দিয়েছিল। তাই এই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এমন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাভাবিক।

শিহাবি আশাবাদ ব্যক্ত করেন যে, পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত এই নতুন কৌশলগত সম্পর্ককে হুমকি নয়, বরং সৌদি আরবের বৈধ নিরাপত্তা চাহিদা হিসেবে দেখবে। তিনি রিয়াদ ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে “চমৎকার” বলেও উল্লেখ করেন।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এক রেডিও সাক্ষাৎকারে বলেন,‘চুক্তির আওতায়, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এখন সৌদি আরবের জন্যও প্রয়োজনে উপলব্ধ থাকবে।’

এই চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে ইরান, ইসরাইল ও অন্যান্য আঞ্চলিক শক্তির প্রেক্ষাপটে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *