গণমঞ্চ নিউজ ডেস্ক –
যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার হোয়াইট হাউসে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অনেকেই বলছেন, এ আলোচনা ‘বেশ কঠিন’ হতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি আর যুদ্ধবিরতির পক্ষে নন। তার মতে, এখন শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব জেলেনস্কির ওপর। ট্রাম্পের এই অবস্থান ইউক্রেনের জন্য বেশ অস্বস্তির।
গত শুক্রবার (১৫ আগস্ট) পুতিনের সঙ্গে বৈঠকের পর আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান থেকে জেলেনস্কিকে ফোন করে হোয়াইট হাউসে বৈঠকের কথা জানান ট্রাম্প। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও ফোনকলে যুক্ত ছিলেন। আরও ছিলেন ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের নেতারাও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনালাপে তাদের আলোচনা ‘সহজ ছিল না’।
ট্রাম্পসহ মার্কিন নেতারা প্রথমে এক ঘণ্টা জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এরপর ফোনকলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতারা যুক্ত হন।
সূত্রমতে, জেলেনস্কি ও ন্যাটোর নেতাদের ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধবিরতি চান না। বরং যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ চুক্তি চান। ট্রাম্প ফোনালাপে বলেছেন, তিনি মনে করেন দ্রুত একটি শান্তিচুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো।
ফোনালাপে ট্রাম্প আরও জানান, পুতিন তাকে বলেছেন, রুশ বাহিনী ফ্রন্টলাইনে অগ্রগতি করছে এবং চাইলে পুরো দোনেৎস্ক অঞ্চলসহ আরও এলাকা দখল করতে পারবে।
এ বিষয়ে অবশ্য জেলেনস্কি জানান, পুতিন বাস্তব পরিস্থিতি বিকৃতভাবে তুলে ধরেছেন।
উইটকফ এ সময় জেলেনস্কিকে বলেন, নির্দিষ্ট ভূখণ্ডের বিনিময়ে পুতিন যুদ্ধ থামাতে এবং ভবিষ্যতে ইউক্রেন বা অন্য কোনো দেশে আগ্রাসন না করার প্রতিশ্রুতি দিতে পারেন।
এদিকে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা বিষয়ে ইউক্রেন তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে। এটা গুরুত্বপূর্ণ যে পরিস্থিতির উন্নয়নে আমেরিকার শক্তির প্রভাব রয়েছে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠককে সমর্থন করছি।’
তিনি আরও বলেন, সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ‘হত্যা ও যুদ্ধ বন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন’।
গতকাল শনিবার সকালে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, পুতিনের সঙ্গে তার বৈঠক যেমন ‘সফল’ হয়েছে, তেমনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপও সফল হয়েছে।
তিনি আরও লিখেছেন, ‘সবাই মনে করেছেন, রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি একটি শান্তিচুক্তি—শুধু যুদ্ধবিরতি নয়, যা অনেক সময় টিকে না।’
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে শিগগিরই তিনি জেলেনস্কি ও পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করবেন। তার আশা, এতে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাবে।