সুনামগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে ১৬ জনের কারাদণ্ড

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু বহনকারী দুটি নৌকা জব্দ করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড দেন।এ সময় আটক আরো একজনকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), মো. ইজাজুল (১৯), আজিম উল্লাহ (২৩), রুবেল মিয়া (২২), হেলামিন (২৪), মো. খসরু (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯), মো. হোসাইন (২৯), সাগর (১৯), মো. জুবায়েল (১৯), আমিন (২২), মো. আবিদ নুর (২১) ও সাজারুল হোসেন (২০)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা- ২০১০’ আইনে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া জব্দ নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় থাকবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *