গণমঞ্চ নিউজ ডেস্ক –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাচানি নন্দিরগাঁও এলাকায় সিংহ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কয়েকদিন ধরে রাতে এলাকায় সিংহ সদৃশ প্রাণী ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে বাইরে চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে কখনোই প্রাকৃতিকভাবে সিংহের অস্তিত্ব পাওয়া যায়নি। আফ্রিকার বিভিন্ন দেশে সিংহের বসবাস রয়েছে এবং ভারতের গুজরাটের গির অরণ্যে অল্পসংখ্যক এশীয় সিংহ এখনো টিকে আছে। বাংলাদেশে বন্য পরিবেশে সিংহের উপস্থিতি আগে কখনো রেকর্ড হয়নি। তাই এ ধরনের খবরকে অত্যন্ত বিরল ও অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বার্তা ছড়িয়ে দিচ্ছেন, যাতে মানুষ সাবধান থাকে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এদিকে, প্রশাসন ও বনবিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি হয়তো কোনো পালানো সার্কাসের প্রাণী বা অবৈধভাবে আনা কোনো বিদেশি প্রাণী হতে পারে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রাণীটির সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সূত্রঃ মায়ার টিভি