সীমান্তে ৮২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে এসব মাদক জব্দ করে তারা। তবে এসময় কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার নতুনপাড়া সীমান্ত ৬৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ওই এলাকার সুখীর বাড়ির পাশে পরিত্যক্ত ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসব জব্দ করা মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *